পদ্ম হাতে দিঘীর পারে
হোসনে আরা (রিতা অপ্সরা)
14/9/17
পদ্ম হাতে দিঘী পারে
খোঁজে ফিরি আমি
আর ঘুরে ঘুরে দেখি
এদিকে ওদিকে পাইনাতো আমি।
তবুও কি আশায়
না কি নিরাশায় !
খোঁজে ফিরি আমি
ক্ষণিকের জন্যে আসবে কি তুমি?
আমি এখনো লাল পদ্ম
হাতে নিয়ে বসে আছি দিঘীর পারে,
বিস্তৃত জোসনার আলো নীল আকাশের নিচে
তুমি অসহায় শূণ্য বিহঙ্গের মত ছুটে আসো ।
অতঃপর আমি বসে থাকি
লাল পদ্ম হাতে নিয়ে,
পদ্ম দিঘীর পারে ,
তুমি কোনো একদিন ফিরে আসবে ।
আমার ভালোবাসার কাছে
প্রত্যাশাপুন্ন আমি আসবে
তুমি ছুটে আমার কাছে ,
লাল পদ্মটি নিতে।