অগ্রাধিকার ভিত্তিতে চিড়িয়াখানার সমস্যা সমাধান করা হবে: উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জনগণের জন্য বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার আধুনিকায়নের প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, চিড়িয়াখানার সমস্যা সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। তিনি জানান, চিড়িয়াখানার উন্নয়নের জন্য যে মাস্টারপ্ল্যান রয়েছে, তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

বুধবার (২৯ জানুয়ারি) মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ইন্টারপ্রিটেশন সেন্টারে ‘বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক’ অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ফরিদা আখতার বলেন, চিড়িয়াখানায় বিনিয়োগ করলে তা থেকে ভালো রিটার্ন পাওয়া সম্ভব। চিড়িয়াখানার নিরাপত্তা উন্নত করতে প্রাচীর নির্মাণ, জনবল বৃদ্ধি এবং অন্যান্য আনুষঙ্গিক কাজগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে। তিনি এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন এবং দর্শনীয় স্থানে প্রাণীদের সম্পর্কে বিস্তারিত বর্ণনা লিপিবদ্ধ করার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সুফিয়ান। উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. এ. বি. এম. সাইফুজ্জামান, কেন্দ্রীয় মুরগি খামারের পরিচালক জিনাত সুলতানা, পোল্ট্রি জেনেটিসিস্ট ড. বিবেক চন্দ্র রায় প্রমুখ।