নিজস্ব প্রতিবেদক:
ঢাকা (কমলাপুর) রেলওয়ে স্টেশনে মঙ্গলবার (২৮ জানুয়ারি) আয়োজিত বৈঠকটি কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। ফলে, আপাতত সারা দেশে ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মো. ফাহিমুল ইসলাম রানিং স্টাফদের নিয়ে বৈঠক করলেও, কোনো সুরাহা পাওয়া যায়নি। বৈঠকে বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাসও উপস্থিত ছিলেন।
বৈঠক শুরু হওয়ার পর পরই কিছু সময়ের মধ্যে রানিং স্টাফদের প্রতিনিধি বৈঠক থেকে বেরিয়ে যান। দুপুর ২টা ৪৫ মিনিটে তারা বৈঠক ত্যাগ করেন, যার ফলে রেল চলাচল পুনরায় চালু করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।
এ অবস্থায় সারা দেশে ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলে জানা গেছে।