অন্তর্বর্তীকালীন সরকারের এডিপি বাস্তবায়নে ছোট গণমুখী প্রকল্পের পরিকল্পনা

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তীকালীন সরকার বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) বাস্তবায়ন ত্বরান্বিত করতে স্থানীয় জনগণের উপকারে আসা ছোট ও দ্রুত বাস্তবায়নযোগ্য প্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়েছে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। এই অবস্থায় অর্থনীতিতে গতি সঞ্চার করতে একনেক সভায় স্থানীয় জনগণের জন্য উপকারী প্রকল্প গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

একনেক সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সেখানে প্রকল্প গ্রহণের আগে সংশ্লিষ্ট এলাকার জনগণের সঙ্গে আলোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা জানান, “এডিপি বাস্তবায়নে গতি আনার জন্য ছোট প্রকল্প বাছাই করা হচ্ছে, যা দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে। তবে প্রকল্পগুলো অবশ্যই স্থানীয় জনগণের জন্য কার্যকর ও উপকারী হতে হবে।”

বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের (২০২৪-২৫) জুলাই-নভেম্বর সময়ে এডিপি বাস্তবায়নের হার ছিল মাত্র ১২ দশমিক ৩ শতাংশ। গত অর্থবছরে একই সময়ে এ হার ছিল ১৭ দশমিক ১ শতাংশ।

সরকার পরিবর্তনের পর প্রকল্প পর্যালোচনায় বিলম্ব, অর্থ ছাড়ের জটিলতা এবং ঠিকাদারদের প্রকল্প থেকে সরে যাওয়ার কারণেই এডিপি বাস্তবায়নের গতি মন্থর হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

২০২৩-২৪ অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে এডিপি বাস্তবায়নে ব্যয় হয়েছে ৩৪ হাজার ২১৪ কোটি টাকা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৪৬ হাজার ৮৫৭ কোটি টাকা।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, দ্রুত বাস্তবায়নযোগ্য প্রকল্পের মাধ্যমে উন্নয়ন কার্যক্রমের গতি বাড়িয়ে অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার করা হবে।