অনলাইন ডেস্ক:
বলিউডের জনপ্রিয় দক্ষিণী নায়িকা রাশমিকা মান্দানা সম্প্রতি গুরুতর পায়ে চোট পান। ‘সিকান্দার’ সিনেমার শুটিং চলাকালে শরীরচর্চা করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। পায়ে ভর দিয়ে হাঁটতেও পারছেন না তিনি, আর এই ঘটনায় ছবির শুটিংও বিপাকে পড়েছে। তবে, এই সব কিছুর মাঝে রাশমিকা সম্প্রতি বিমানবন্দরে আসেন, যেখানে তিনি মুখ ঢেকে উপস্থিত হন।
এই চোটের মধ্যেই অভিনেত্রী এক অবাক করা ঘোষণা করেন। রাশমিকা জানিয়েছেন, তার আসন্ন ছবি ছাবায়ের ট্রেলার প্রকাশের সময় তিনি অভিনয় থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন। ছবিতে মারাঠা রাণী যশুবাঈয়ের চরিত্রে অভিনয় করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। তবে, সেই চরিত্র শেষ হলে, তিনি অভিনয় থেকে অবসর নিতে প্রস্তুত বলেও জানান নায়িকা।
অভিনেত্রী বলেন, “ছাবা ছবির কাজ শেষ হলে আমি অবসর নিতে প্রস্তুত। আমি কখনোই কান্নাকাটির অভিনেত্রী নই, তবে ট্রেলারটি দেখার পর আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি।”
এদিকে, ছাবা ছবির ট্রেলার ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং দর্শকরা এই ছবি মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ছবিতে রাশমিকা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল, আশুতোষ রানা, দিব্যা দত্ত, নীল ভূপালম, সন্তোষ জুভেকার এবং প্রদীপ রাওয়াত। ছবিটি ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে, ছত্রপতি শিবাজীর জন্মবার্ষিকীর কয়েকদিন আগে।