অনলাইন ডেস্ক:
আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রস্তাবনা চেয়ে দেশের বিভিন্ন মহল থেকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রস্তাব আহ্বান করেছে। গতকাল সোমবার এনবিআর একটি নির্দেশনা জারি করে জানায়, আগ্রহীরা আগামী ২০ মার্চের মধ্যে প্রস্তাবনা জমা দিতে পারবেন।
এনবিআর বলেছে, গত কয়েক বছর ধরে অংশগ্রহণমূলক ও গণমুখী বাজেট প্রণয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে, এবং সুষম রাজস্ব আহরণ কার্যক্রমের জন্য সব পর্যায়ের মহল থেকে বাজেট প্রস্তাব নেওয়া হচ্ছে। বাজেট প্রণয়ন প্রক্রিয়াকে আরও অর্থবহ ও বিশ্লেষণধর্মী করার লক্ষ্যে আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাব আহ্বান করা হয়েছে।
এছাড়া, যেসব প্রতিষ্ঠান বা সংস্থা কোনো চেম্বার বা অ্যাসোসিয়েশনের সদস্য নয়, তারাও সরাসরি প্রস্তাব জমা দিতে পারবে। প্রস্তাবের একটি সফট কপি ই-মেইলের মাধ্যমে (ফনফফমবঃ২০২৫@মসধরষ.পড়স) পাঠানো যাবে। এনবিআর প্রাপ্ত প্রস্তাবগুলোর গুরুত্বসহকারে পর্যালোচনা করবে।