আন্দোলনের ডাক দিল মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন

নিজস্ব প্রতিবেদক:

মুঠোফোন ও ইন্টারনেট সেবায় নতুন ভ্যাট আরোপের প্রতিবাদে কঠোর কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন। রবিবার জাতীয় প্রেসক্লাবে এক মানববন্ধন কর্মসূচি থেকে তারা এনবিআর কার্যালয় ঘেরাওসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন।

বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের সভাপতি আমিনুল হাকিম বলেছেন, নতুন করে ১০ শতাংশ এসডি এবং ভ্যাট আরোপ গ্রাহকদের ভোগান্তি বাড়াবে এবং ব্রডব্যান্ড সেবা খাত ধ্বংস করবে। তিনি দাবি করেন, এ ধরনের সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক বলেন, নতুন করের চাপ গ্রাহকদের ওপর অতিরিক্ত বোঝা তৈরি করবে এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের হুমকির মুখে ফেলবে। এর ফলে ইন্টারনেট সেবা থেকে দূরে সরে যাবে জনগণ।

প্রযুক্তি খাতের উদ্যোক্তা ফাহিম মাশরুর বলেন, আলোচনা ছাড়া নতুন ভ্যাট আরোপ এক ধরনের স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত। এর ফলে টেলিযোগাযোগ খাত এবং নতুন উদ্যোক্তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।

সভাপতি মহিউদ্দিন আহমেদ দুর্নীতিবাজ রাজস্ব কর্মকর্তাদের ইঙ্গিত করে বলেন, জনগণের স্বার্থ বিবেচনা না করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, জনগণের সঙ্গে বৈষম্য তৈরি হয়েছে, যা মেনে নেওয়া হবে না।

মানববন্ধনে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, এই সিদ্ধান্ত দ্রুত বাতিল করা হোক। অন্যথায় বৃহত্তর আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার আদায় করা হবে বলে তারা ঘোষণা দেন।