অনলাইন ডেস্ক:
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকারের নতুন ছবি ‘অমর সঙ্গী’ সদ্য মুক্তি পেয়েছে। ছবিটি তার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন নায়িকা নিজেই। কারণ, এই ছবির শুটিংয়ের সময়ই সংগীতশিল্পী শোভনের সঙ্গে তার প্রথম পরিচয় ও প্রেমের শুরু।
সোহিনী ও শোভনের প্রেম পরিণতি পায় গত বছর, যখন তারা বিয়ে করেন। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সোহিনী বলেন, ‘অমর সঙ্গী’র শুটিং চলাকালীনই শোভনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে।
দাম্পত্য জীবন প্রসঙ্গে খুব বেশি কিছু বলতে না চাইলেও তিনি জানান, “এখনই কিছু বলব না, কয়েকটা বছর যাক।” তবে শাশুড়ির সঙ্গে সম্পর্কের বিষয়ে অকপট অভিনেত্রী। মজার ছলে তিনি বলেন, “আমার সংসারে শাশুড়ি-বউমার রসায়নটা একটু অন্যরকম। বাড়ি ফিরে ফ্রিজে কী আছে, কী রান্না হয়েছে—এসব নিয়ে আমি প্রশ্ন শুরু করি। আমার মাকে যেমন সবাই ভয় পায়, শাশুড়িও আমাকে ভয় পান! শোভন তো মাঝেমাঝেই বলে, কে শাশুড়ি আর কে বউমা, বোঝার উপায় নেই!”
সোহিনীর নতুন ছবির সাফল্যের পাশাপাশি তার ব্যক্তিগত জীবনও এখন আলোচনার কেন্দ্রে। অভিনয় ও সংসার—দুই দিক সামলাতে কীভাবে সামঞ্জস্য রাখছেন, তা সময়ই বলবে।