অনলাইন ডেস্ক:
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী এবং নৃত্যশিল্পী নোরা ফাতেহি সম্প্রতি নিজের ক্যারিয়ারে একটি নতুন মাইলফলক স্থাপন করেছেন। বাহুবলী, স্ত্রী সহ বেশ কিছু সফল সিনেমায় অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। এবার, বলিউডের পাশাপাশি হলিউডেও পা রেখেছেন নোরা। গায়ক জেসন ডেরুলোর সঙ্গে মিউজিক অ্যালবাম ‘স্নেক’ এ কাজ করে তিনি সংগীত জগতে নতুন করে অভিষেক করেছেন। তবে, তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, অভিনয় জগতকে বিদায় জানাচ্ছেন না।
সম্প্রতি এক ভারতীয় সাক্ষাৎকারে নোরা বলেন, “আমার ব্যক্তিগত কোনো জীবন নেই। আপনি যদি মনে করেন আমি অন্য কারোর জন্য নিজের জায়গা ছেড়ে দেব তাহলে আপনি ভুল ভাবছেন। আমি এখানে থাকব, ওখানেও থাকব, সর্বত্র থাকব। যেমন সিনেমায় অভিনয় করেছি, তেমনি সংগীত জগতেও কাজ করব।”
তিনি আরও বলেন, “আমার তিনটি জগত রয়েছে। কানাডায় জন্মগ্রহণ করেছি, তাই সেটি আমার প্রথম জগৎ। মরক্কোয় অনেক দিন ছিলাম, তাই সেখানে আমার অস্তিত্ব রয়েছে। আর ভারত হল এমন একটি দেশ, যেখানে আমি নিজের পরিচয় গঠন করতে পেরেছি, তাই ভারত আমার কাছে বিশেষ।”
জেসন ডেরুলোর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে নোরা বলেন, “শুরুতে ভীষণ লজ্জা পেতাম। গানটি প্রথমে আমি রেকর্ড করেছিলাম। ডেরুলোর সঙ্গে প্রথম সাক্ষাৎ ছিল না। তবে ভিডিওতে একসঙ্গে কাজ করার সময় অনেক গল্প হয়েছে।” তিনি আরও বলেন, “একদিন উনি আমাকে হিন্দি ভাষায় ‘বেবি’ শব্দের মানে জিজ্ঞেস করেছিলেন, তারপর গানে ‘জান্নু’ শব্দটি ব্যবহার করেছেন, যেটি আমি বলেছিলাম। সবকিছু খুব ভালো ছিল, তবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ভীষণ নার্ভাস ছিলাম।”
এছাড়া, সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের ঘটনায় নোরা ফাতেহির বাড়ি ছাড়তে হয়েছিল। দাবানলে হলিউডের বেশ কয়েকজন তারকার বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়। নোরা তার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, “আমি ও আমার গোটা পরিবার সুরক্ষিত রয়েছি। আগুন লাগার পর মাত্র পাঁচ মিনিট হাতে পেয়েছি বাড়ি ছেড়ে দেওয়ার জন্য। তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে নির্ধারিত ফ্লাইট ধরেছি।”
এদিকে, নোরা ফাতেহি সংগীত ও অভিনয়ে সমানভাবে পথচলা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন, এবং এর মাধ্যমে এক নতুন যুগের সূচনা হতে চলেছে তার ক্যারিয়ারে।