আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করলেন নেইমার

অনলাইন ডেস্ক:

ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার অবশেষে সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে তার চুক্তি বাতিল করেছেন। গত সোমবার, আল হিলাল সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, দুই পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে নেইমারের সান্তোস ক্লাবের সঙ্গে নতুন চুক্তির পথ সুগম হলো।

২০২৩ সালে, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) থেকে ৯ কোটি ৭৬ লাখ ডলারের বিনিময়ে আল হিলালের সঙ্গে ২ বছরের চুক্তি করেন নেইমার। তবে ইনজুরির কারণে তার ক্যারিয়ার অনেকটাই ব্যাহত হয়। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে এক বছর মাঠের বাইরে থাকতে হয় তাকে। মাঠে ফিরে প্রথম দুটি ম্যাচ খেললেও আবারও ইনজুরিতে পড়েন তিনি এবং এরপর আর মাঠে নামতে পারেননি। আল হিলালের হয়ে মাত্র ৭ ম্যাচ খেলে ১টি গোল করেন, যা ছিল ২০২৩ সালের ৩ অক্টোবর এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে নাসাজি মাজানদারানের বিপক্ষে।

এদিকে, নেইমার তার চুক্তির বেতনের একটি অংশ ছেড়ে দিয়েছেন সমঝোতার অংশ হিসেবে, যা ২ কোটি ৫০ লাখ থেকে ৩ কোটি ডলারের মধ্যে হতে পারে। যদিও চুক্তি অনুযায়ী তার প্রাপ্য ছিল ৬ কোটি ৫০ লাখ ডলার।

ফুটবল-বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন জানায়, নেইমার তার ছোটবেলার ক্লাব সান্তোসের সঙ্গে ৬ মাসের চুক্তি নিয়ে আলোচনা করছেন, এবং এই চুক্তির মেয়াদ আরও দেড় বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

এই চুক্তি বাতিলের মাধ্যমে নেইমার সৌদি ক্লাব আল হিলাল থেকে তার ভাগ্য পরিবর্তনের নতুন পথে পা রাখলেন।