ইনস্টাগ্রাম থেকে সব ছবি মুছে আলোচনায় পাকিস্তানি অভিনেত্রী আলিজেহ শাহ

অনলাইন ডেস্ক:

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আলিজেহ শাহ আবারও আলোচনায়। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমে নিয়মিত সক্রিয় থাকলেও, এবার আচমকাই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সব ছবি ও পোস্ট মুছে ফেলেছেন তিনি। এই ঘটনাকে ঘিরে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মাঝে।

কখনও ছোটপর্দার অন্যতম আলোচিত মুখ ছিলেন আলিজেহ শাহ। তবে সাম্প্রতিক বছরগুলোতে নাটকে তার উপস্থিতি কমে গেছে, একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি নিজেকে সীমিত করে তুলেছেন। একসময় পোশাক ও ব্যক্তিগত স্টাইল নিয়ে বিতর্কে জড়ালেও, এখন তিনি অনেকটাই নীরব জীবনযাপন করছেন।

অভিনেত্রী পূর্বে প্রকাশ্যে নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলেছিলেন। এক ভিডিওবার্তায় তিনি জানান, বিনোদন জগতের নেতিবাচক অভিজ্ঞতা তাকে ট্রমা ও উদ্বেগে ফেলে দেয়। সেই কঠিন সময়ের প্রতিফলন ছিল তার পুরোনো পোস্টগুলো।

নিজের সাম্প্রতিক সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে আলিজেহ বলেন, “তখন আমি নিজেকেই চিনতাম না। আমার পোস্টগুলো ছিল ভেতরের কষ্টের প্রকাশ। এখন আমি অনেকটাই বদলে গেছি।” তিনি আরও যোগ করেন, “আমি একই সঙ্গে খুশি ও লজ্জিত বোধ করছি—কারণ অবশেষে নিজেকে নতুনভাবে খুঁজে পেয়েছি।”

ভক্তদের মতে, এই পদক্ষেপ হয়তো আলিজেহর জীবনে নতুন শুরুর ইঙ্গিত।