ইন্ডিয়াডটকমে প্রকাশিত সংবাদটিকে ‘মিথ্যা : প্রেস উইং

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, তার পরিবার এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে ইন্ডিয়াডটকমে প্রকাশিত সংবাদটিকে ‘মিথ্যা এবং ভারতীয় ষড়যন্ত্রমূলক প্রচারণার অংশ’ বলে দাবি করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। শুক্রবার (২৪ জানুয়ারি) এক বিবৃতিতে সংবাদটির বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে।

প্রেস উইংয়ের দাবি, হিলারি ক্লিনটন ফাউন্ডেশনে কোনো অর্থ ড. ইউনূস প্রদান করেননি এবং তাদের ফ্যাক্ট চেকিং উইং এর মাধ্যমে এই দাবি মিথ্যা প্রমাণিত হয়েছে। এছাড়া, হিলারি ক্লিনটনের সাথে অধ্যাপক ইউনূসের বন্ধুত্ব তার মেয়ে মনিকা ইউনূসের কোনো উপকারে আসেনি এবং জো বাইডেনের প্রশাসনে তিনি কখনোই কোনো পদে ছিলেন না।

ফেসবুক পোস্টে যে খবরটি ছড়ানো হয়েছে, তাতে বলা হয়েছে যে হিলারি ক্লিনটন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে অধ্যাপক ইউনূস কোটি কোটি ডলার ঋণ পেয়েছিলেন, তা সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে প্রেস উইং।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, পদ্মা সেতু প্রকল্পের কোনো ঋণ চুক্তি বাতিলের পেছনে ড. ইউনূসের কোনো ভূমিকা ছিল না।