অনলাইন ডেস্ক:
অভিনয়ের পাশাপাশি গায়ক হিসেবে নিজের অবস্থান শক্ত করেছেন ফজলুর রহমান বাবু। এবার প্রথমবারের মতো সংগীতশিল্পী ও সংগীত পরিচালক ইমরান মাহমুদুলের সুরে গান গেয়েছেন তিনি। গীতালি হাসানের চলচ্চিত্র ‘আজিরন’-এর জন্য এই গানটি লিখেছেন রাশেদ রেহমান।
এ নিয়ে ইমরান বলেন, “প্রথমবারের মতো ফজলুর রহমান বাবু ভাইয়ের জন্য গান করলাম। বাউল ঘরানার গানটি তিনি দারুণভাবে গেয়েছেন। তাঁর দরাজ কণ্ঠের আমি ভীষণ ভক্ত। বাবু ভাইয়ের সঙ্গে কাজ করতে পেরে খুব ভালো লাগছে। এই সিনেমার সব কটি গানই আমি করব।”
এছাড়াও, কিছুদিন আগে ফজলুর রহমান বাবুর কণ্ঠে ‘লক্ষীসোনা’ শিরোনামের একটি গান প্রকাশিত হয়েছে। মৌ-টিভির প্রযোজনায় প্রকাশিত এই গানটি লিখেছেন সজিব অধিকারী, সুর করেছেন প্লাবন কোরেশী এবং সংগীত পরিচালনা করেছেন মিজানুর রহমান বাদশা। গানটিতে বাবুর সঙ্গে কোরাসে কণ্ঠ দিয়েছেন এসএম সোহেল ও ইতি।
ফজলুর রহমান বাবু শুধু অভিনয়েই নয়, গায়ক হিসেবেও নিজের প্রতিভার স্বাক্ষর রাখছেন, যা তার ভক্তদের জন্য নতুন মাত্রা যোগ করেছে।