অনলাইন ডেস্ক:
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, এমন কোনো আক্রমণ পুরো অঞ্চলে ‘সর্বাত্মক যুদ্ধের’ কারণ হতে পারে।
শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা আরবিকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি বলেছেন, “ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালানো যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বড় ভুল হবে।” তিনি আরও বলেন, “যেকোনো হামলার পর ইরান তাৎক্ষণিক এবং কঠোর জবাব দেবে, যা সম্পূর্ণ অঞ্চলকে যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে।”
ইরানে এ নিয়ে উদ্বেগ রয়েছে যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলার অনুমতি দিতে পারেন। ট্রাম্পের প্রশাসন আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপেরও সম্ভাবনা দেখছে।
আরাঘচি কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুররহমান বিন জাসিম আল থানির সঙ্গে দোহায় বৈঠক করেছেন এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছেন। তিনি হামাস কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং বলেন, “ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের পরও ফিলিস্তিনিরা গাজায় জয়ী হয়েছে এবং তাদের মূল্যবোধ রক্ষা করেছে।”
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পুনঃনির্বাচন প্রসঙ্গে আরাঘচি বলেন, ইরান-আমেরিকা সম্পর্কের ইতিহাস “শত্রুতা ও অবিশ্বাস পরিপূর্ণ”। তিনি যুক্তরাষ্ট্রের আগের প্রশাসনের পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার এবং কাসেম সোলাইমানিকে হত্যার বিষয়টিও তুলে ধরেন। আরাঘচি নতুন ট্রাম্প প্রশাসনকে সম্পর্ক পুনর্গঠনের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।