একমাত্র সুষ্ঠ নির্বাচনের মধ্যদিয়ে সরকারের ভাবমূর্তি পুনরুদ্ধার সম্ভব

অনলাইন ডেস্ক:

সুষ্ঠ নির্বাচন ছাড়া সরকারের সব প্রতিষ্ঠানের ভাবমূর্তি পুনরুদ্ধার সম্ভব নয়, মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, “নির্বাচন কমিশন, পুলিশসহ সরকারের সব প্রতিষ্ঠানের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছে, প্রশ্নবিদ্ধ নির্বাচনের কারণে। আমরা সবাই উপলব্ধি করি আমাদের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হবে। এর একমাত্র উপায় হচ্ছে সুষ্ঠ নির্বাচন। এবং আমি নিশ্চিত, সবাই এটি করতে বদ্ধপরিকর।”

গতকাল রোববার সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় এসব কথা বলেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। মতবিনিময় সভায় রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল ও রংপুর পুলিশ সুপার মো. আবু সাইম।

এবারের নির্বাচনে প্রধান চ্যালেঞ্জ হিসেবে নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানান, হারানো নির্বাচনি ব্যবস্থা ফিরিয়ে আনা হবে। তিনি বলেন, “নির্বাচন কমিশন এ সুযোগ হারাতে চায় না।” তিনি আরও জানান, গত নির্বাচনে প্রিজাইডিং ও পোলিং অফিসাররা ঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেননি, তবে এবার নিরপেক্ষ ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হবে এবং তাদের ক্ষমতায়ন করা হবে। পাশাপাশি সুষ্ঠ ভোট আয়োজনের জন্য সব পদক্ষেপ নেওয়া হবে।

এছাড়া, তিনি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জন্য ৩ লাখ ৮৮ হাজার আবেদন পেন্ডিং থাকার কথা উল্লেখ করে নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত ও এনআইডিতে সঠিক তথ্য নিশ্চিত করার জন্য সতর্কভাবে কাজ করার নির্দেশ দেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “কারা নির্বাচনে অংশ নিতে পারবে, প্রধান নির্বাচন কমিশনার এ বিষয়ে স্পষ্ট করে বলেছেন। তফসিল ঘোষণার সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে।” তিনি আরও বলেন, “এটি একটি বিচারিক প্রক্রিয়া, রাজনৈতিক প্রজ্ঞা ও সিদ্ধান্তের বিষয়, এবং ঐক্যমতের বিষয়ও আছে।”

মতবিনিময় সভার পর নির্বাচন কমিশনার সানাউল্লাহ রংপুর শহরের লাইন্স স্কুলে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেন।