এনআইডি’র তথ্য ফাঁস রোধে নির্বাচন কমিশনের নতুন নিয়ম

নিজস্ব প্রতিবেদক:

তৃতীয় পক্ষের কাছে তথ্য ফাঁস বন্ধ করতে নির্বাচন কমিশন (ইসি) তাদের ডাটা সার্ভার থেকে নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তথ্য সরাসরি সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে সোমবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অধিদপ্তরের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, এখন থেকে এনআইডি যাচাইয়ের জন্য প্রতিষ্ঠানগুলো শুধু ‘মিল আছে’ বা ‘মেলেনি’ এই উত্তর পাবে, অর্থাৎ এক কথায়, ‘হ্যাঁ’ বা ‘না’। এর ফলে, এনআইডি ভেরিফিকেশন সেবা পেতে প্রতিষ্ঠানগুলোর কোনো সমস্যা হবে না, তবে তারা আর বিস্তারিত তথ্য সরাসরি পাবেন না।

এএসএম হুমায়ুন কবির জানান, বর্তমানে ১৮২টি প্রতিষ্ঠান ইসির ডাটা সার্ভার থেকে এনআইডি যাচাই সেবা গ্রহণ করছে। ২০১৪ সাল থেকে এসব প্রতিষ্ঠান এনআইডি যাচাইয়ের জন্য তথ্য পেতে পারে। তবে সম্প্রতি কিছু তথ্য ফাঁসের ঘটনা ঘটায় নির্বাচন কমিশন এই পদক্ষেপ নিয়েছে।

তিনি আরও বলেন, তথ্য ফাঁস রোধে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে মতবিনিময় সভার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্য সুরক্ষার জন্য ৬৪টি ব্যাংক, সরকারি সংস্থা ও অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে পৃথক বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া, এনআইডি তথ্য সুরক্ষিত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে একটি টিম গঠন করা হবে, যা প্রতিষ্ঠানগুলোর সিস্টেম পরীক্ষা করবে। তবে, বর্তমানে প্রতিষ্ঠানগুলো এনআইডি যাচাইয়ের সময় প্রার্থীদের ছবি দেখতে পারবে।

এনআইডি মহাপরিচালক বলেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে তাদের ৩ লাখ ৭৮ হাজার ঝুলে থাকা আবেদন নিষ্পত্তির অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।