সিলেটকে হারিয়ে খুলনা টাইগার্সের প্লে-অফের আশা

অনলাইন ডেস্ক:

বিপিএলের চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে সিলেটকে ১৫২ রানে অলআউট করে খুলনা টাইগার্স সহজ জয় লাভ করেছে। এই জয়ের মাধ্যমে খুলনা তাদের প্লে-অফের স্বপ্ন তাজা রেখেছে। সিলেটের ব্যাটিং ব্যর্থতায় বড় সংগ্রহ দাঁড়াতে না পারায় খুলনা সহজেই লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে খুলনা দ্রুত রনি তালুকদারকে হারিয়ে ফেলে। মেহেদী হাসান মিরাজের শিকার হয়ে রনি কোনো রান না করেই সাজঘরে ফিরে যান। এরপর ওপেনার জর্জ মানসী ও জাকির হাসান দ্বিতীয় উইকেটে ৭৪ রানের জুটি গড়েন। মানসী ৩২ বলে ৫৮ রান করে বিদায় নেন। এর পর একাই লড়াই চালিয়ে যান জাকির, ৩২ বলে ৪৪ রান করেন। সিলেটের বাকি ব্যাটসম্যানরা নিয়মিত বিরতিতে ফিরে যান, এবং ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫২ রান করে।

খুলনার পক্ষে হাসান মাহমুদ, আবু হায়দার রনি ও সালমান ইরশাদ দুটি করে উইকেট শিকার করেন। একটি করে উইকেট পান মেহেদী হাসান মিরাজ, আমের জামাল ও নাসুম আহমেদ।

জবাবে, খুলনার ব্যাটিংয়ে এক মেহেদী হাসান মিরাজই ম্যাচের রণকৌশল পাল্টে দেন। ৫০ বলে ৮টি চার ও ২টি ছক্কায় ৭০ রান করে তিনি দলের জয় নিশ্চিত করেন। তার বিদায়ের পর অ্যালেক্স রস, মাহিদুল ইসলাম অঙ্কন ও উইলিয়াম বাসিস্তো জয় এনে দেন। খুলনা ১ বল হাতে রেখেই জয়লাভ করে, এবং পয়েন্ট টেবিলের শীর্ষ চারে ফিরে চট্টগ্রাম পর্ব শেষ করে।