অনলাইন ডেস্ক:
অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স জানিয়েছেন, এখন আর মিডিয়ার সঙ্গে কথা বলতে আগের মতো স্বস্তি পান না তিনি। ১৫ বছর ধরে ট্যাবলয়েড ও সংবাদমাধ্যমের প্রিয়মুখ হিসেবে পরিচিত থাকলেও এখন বিষয়টিকে তিনি মনে করেন ‘অভিনয় জীবনের ওপর বাড়তি চাপ’।
দ্য নিউইয়র্কার-কে দেওয়া এক সাক্ষাৎকারে জেনিফার বলেন, “আমার খোলামেলা আচরণ একসময় সবার ভালো লাগত, কিন্তু পরে অনেকে ভাবতে শুরু করেছিল—সবটাই অভিনয়!” তিনি জানান, পুরোনো সাক্ষাৎকারগুলো এখন তার কাছে বিব্রতকর মনে হয়।
জেনিফারের ভাষায়, “ওগুলো আসলে আমার আত্মরক্ষার উপায় ছিল। আমি দেখাতে চেয়েছিলাম, আমি সাধারণ একজন মানুষ।”
অভিনেত্রী আরও জানান, নিরন্তর আলোচনায় থাকা ও ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপের ক্লান্তি থেকেই একসময় হলিউড থেকে বিরতি নেন। ছয় বছরে ১৬টি সিনেমায় কাজ করার পর দুই বছরের জন্য নিজেকে আড়াল করেন তিনি।
দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরেছেন জেনিফার। তার নতুন সিনেমা ‘ডাই মাই লাভ’–এর মাধ্যমে তিনি আবারও আলোচনায়। লিন রামসে পরিচালিত এই সাইকোড্রামায় তার সহশিল্পী রবার্ট প্যাটিনসন।
চলচ্চিত্রটি এ বছরের কান চলচ্চিত্র উৎসবে প্রথম প্রদর্শিত হয় এবং মুক্তি পেতে যাচ্ছে আগামী ৭ নভেম্বর।
সাক্ষাৎকারের শেষ দিকে জেনিফার বলেন, “এখন আমি অনেক শান্তিতে আছি। খ্যাতি নয়, শান্তিই আসল অর্জন।”











