গাইবান্ধায় ৮ কোটি টাকার কাজ ফেলে পালালো ঠিকাদার

অনলাইন ডেস্ক:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার বর্জ্য শোধনাগার নির্মাণ প্রকল্পের কাজ ফেলে রেখে ঠিকাদার উধাও হয়ে গেছে। ৮ কোটি ৫৬ লাখ টাকার এই প্রকল্প ২০২২ সালের ডিসেম্বরে শুরু হলেও এক বছরের বেশি সময় পরও মাত্র ৪২ শতাংশ কাজই সম্পন্ন হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার বোয়ালিয়া এলাকায় করতোয়া নদীর তীরে বর্জ্য শোধনাগার নির্মাণের জন্য কাজ শুরু হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত কাজ শেষ হয়নি। জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের আবাসিক প্রকৌশলী জানান, একাধিকবার তাগাদা দেওয়ার পরও ঠিকাদার কাজ শুরু না করায় পৌরবাসী চরম দুর্ভোগে পড়েছেন।

প্রকল্পটির ঠিকাদার জামালপুরের এমআরকেএমডি (জেভি) ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মো. জাকির হোসেনের সাথে যোগাযোগ করা হলেও তিনি মন্তব্য করতে রাজি হননি। তবে প্রতিষ্ঠানের ম্যানেজার ফেরদৌস বলেছেন, “কিছু সমস্যা ছিল, তবে শিগগিরই কাজ শুরু হবে।”