অনলাইন ডেস্ক:
ইসরাইল ও হামাসের মধ্যে ৪৬৮ দিনের দীর্ঘ যুদ্ধের সমাপ্তি ঘটেছে একটি যুদ্ধবিরতি ও বন্দীবিনিময় চুক্তির মাধ্যমে। চুক্তির প্রথম ধাপে আজ মুক্তি পাচ্ছে ৩৩ ইসরাইলি বন্দী। তাদের নাম ইতোমধ্যে ইসরাইলের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানায়।
ইসরাইলি গণমাধ্যম টাইমস অফ ইসরাইল জানিয়েছে, মুক্তি প্রাপ্ত বন্দীদের তালিকায় লিরি আলবাগ, ইতজাক এলগারাত, করিনা আরিয়েভ, ওহাদ বেন আমি, এরিয়েল বিবাস, এবং অন্যান্য বেশ কিছু নাম রয়েছে। তবে ইয়েদিওথ আহরোনোথ দাবি করেছে যে, এই তালিকাটি হামাস গত মাসে অনুমোদন করেছিল এবং ইসরাইল এই তালিকাটি হামাসকে দিয়েছিল। বন্দীদের পরিবারদের ইতোমধ্যেই মুক্তির ব্যাপারে অবহিত করা হয়েছে।
এদিকে, চুক্তি ঘোষণার পরও ইসরাইলি বাহিনী বিমান হামলা চালিয়ে যাচ্ছে, যদিও যুদ্ধবিরতি চুক্তি গত রোববার থেকে কার্যকর হওয়ার কথা ছিল। প্রথম ধাপে হামাসের হাতে আটক ৩৩ ইসরাইলি বন্দীর মুক্তির পরিবর্তে ইসরাইলের কারাগারে বন্দি ফিলিস্তিনিদের অনেককে মুক্তি দেওয়া হবে। এর পাশাপাশি, গাজার ঘনবসতিপূর্ণ এলাকাগুলো থেকে ইসরাইলি বাহিনী পূর্ব দিকে সরে যাবে, যাতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের বাড়িতে ফিরতে পারেন।
চুক্তির দ্বিতীয় ধাপে বাকি বন্দীদের মুক্তি এবং ইসরাইলি সেনাদের প্রত্যাহারের বিষয়টি আলোচনা হবে, এবং তৃতীয় ধাপে গাজার পুনর্গঠন সংক্রান্ত আলোচনা হবে, যা কয়েক বছর সময় নিতে পারে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ আল থানি জানিয়েছেন, চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করার পর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। তিনি আরও জানান, কাতার, যুক্তরাষ্ট্র এবং মিসর এই চুক্তি প্রক্রিয়ায় সহায়তা করেছে এবং তারা চুক্তির শর্ত পালন নিশ্চিত করতে সচেষ্ট থাকবে।
সূত্র: আল জাজিরা