অনলাইন ডেস্ক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দোকানপাড় এলাকায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন- দিনাজপুরের নবাবগঞ্জ থানার নিরসা কাজলাদিঘী এলাকার মো. রাকিব মিয়ার ছেলে বদরুল আলম (৫৫)। নাওজোর হাইওয়ে থানার এসআই মো. আলামিন জানান, গাজীপুর মহানগরের কোনাবাড়ী হাউসিং এলাকায় বসবাস করে মুদি দোকানে ব্যবসা করতো বদরুল আলম।
সকালে তিনি মোটরসাইকেলযোগে কালিয়াকৈর থেকে কোনাবাড়ী যাচ্ছিল। এক পর্যায়ে তিনি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দোকানপাড় এলাকায় পৌঁছায়। এ সময় একটি গাড়ি তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি মোটরসাইকেলসহ মহাসড়কে পড়ে যায়। এতে তিনি গুরুতভাবে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।











