লা লিগায় টানা চার ম্যাচ জয়হীন বার্সেলোনা

অনলাইন ডেস্ক:

লা লিগায় টানা চার ম্যাচ জয়বিহীন রইলো বার্সেলোনা। শনিবার গেটাফের মাঠে অনুষ্ঠিত ম্যাচে ১-১ গোলে ড্র করেছে হ্যান্সি ফ্লিকের দল। এই ড্রয়ের ফলে তাদের পয়েন্টে কোনও বাড়তি উন্নতি হয়নি।

ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। নবম মিনিটে পেদ্রির দুর্দান্ত পাস থেকে গেটাফের গোলরক্ষক ডেভিড সোরিয়াকে পরাস্ত করে জুলস কুন্ডে দলকে ১-০ তে এগিয়ে দেন। তবে বার্সা সেই লিড ধরে রাখতে পারেনি। খেলার মধ্যে অনেকগুলো সুযোগও মিস করেছে তারা।

এরপর ৩৪ মিনিটে গেটাফে সমতা ফেরায়। মাউরো আরামবারির গোলে ১-১ তে সমতা ফিরে আসে গেটাফে। বাকি সময়ের মধ্যে অনেক চেষ্টা করলেও আর গোল করতে পারেনি বার্সেলোনা। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা।

বর্তমানে বার্সেলোনা ৩৯ পয়েন্ট নিয়ে লা লিগার তৃতীয় স্থানে রয়েছে। তারা দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ থেকে ৪ পয়েন্ট পিছিয়ে এবং শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ৫ পয়েন্ট কম।