জেলা প্রতিনিধি :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সেগুন বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ মো. মেহেদী হাসান দুর্ঘটনায় পাঁচজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতরা সবাই কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা এবং পর্যটক ছিলেন। তবে তাদের বিস্তারিত নাম-পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ জানায়, কুমিল্লা থেকে কক্সবাজারগামী একটি মাইক্রোবাস ফাঁসিয়াখালী সেনা ক্যাম্প অতিক্রম করে ঝুঁকিপূর্ণ বাঁকে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসকদের বরাতে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল ও হাসপাতালে মিলিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।
এ দুর্ঘটনার কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নিলে স্বাভাবিক হয় যান চলাচল।











