নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম আদালত থেকে গায়েব হওয়া বিভিন্ন মামলার গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ ঘটনায় পাথরঘাটার একটি ভাঙারির দোকান থেকে উদ্ধার করা হয়েছে ৯ বস্তা নথি। একই সঙ্গে সন্দেহভাজন হিসেবে আদালত চত্বরে চা বিক্রি করা এক যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এ উদ্ধার কার্যক্রম চালানো হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানিয়েছেন, চুরি যাওয়া নথিগুলো ভাঙারির দোকানে কেজি দরে বিক্রি করা হয়েছিল।
সম্প্রতি চট্টগ্রাম মহানগর পিপি কার্যালয়ের বাইরে রাখা ৩০টি আদালতের ১ হাজার ৯১১ মামলার নথি চুরি হয়। এসব নথি ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে আদালতের অবকাশকালীন সময়ে উধাও হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন যুবককে শনাক্ত ও আটক করে পুলিশ।