চালের বাজার শিগগির নিয়ন্ত্রণে আসবে: বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

সাময়িক মজুতদারির কারণে চালের বাজারে অস্থিরতা দেখা দিলেও খুব শিগগির তা নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বুধবার (৮ জানুয়ারি) সকালে তেজগাঁওয়ের বেগুনবাড়ি দীপিকার মোড়ে নিম্ন আয়ের পরিবারের জন্য ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ বশিরউদ্দীন জানান, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্যক্রম এখন থেকে কাগজের পরিবর্তে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিচালিত হবে। তিনি বলেন, টিসিবির পণ্য বিতরণে পূর্বে যে অনিয়ম ও দুর্বৃত্তায়ন হয়েছিল, তা স্বীকার করে নিয়ে কার্যক্রমকে আরও স্বচ্ছ করতে ডিজিটাল পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে। এরই মধ্যে ৬৩ লাখ স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, শুধু বিতরণ কার্যক্রম নয়, টিসিবির ক্রয় প্রক্রিয়াকেও আরও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করা হবে। টিসিবি প্রতিবছর ১২ হাজার কোটি টাকার পণ্য ক্রয় করে, যার জন্য সরকার ৪,৫০০ কোটি টাকা ভর্তুকি দেয়। এ বিষয়ে তিনি বলেন, যদি ক্রয় কার্যক্রমে এক হাজার কোটি টাকা সাশ্রয় করা যায়, তবে আরও বেশি সংখ্যক মানুষ টিসিবির সাশ্রয়ী পণ্যের সুবিধা পাবেন।

আলুর বাজার নিয়ন্ত্রণে রাখার বিষয়ে তিনি জানান, এ বছরের অভিজ্ঞতার ভিত্তিতে আগামী বছর সরকারিভাবে আলু মজুতের উদ্যোগ নেওয়া হবে। সংরক্ষণাগারে আমদানি করা এবং দেশে উৎপাদিত আলু সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যতে আলুর দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা টিসিবির মাধ্যমে বিশেষ ভর্তুকি মূল্যে পণ্য কিনতে পারবেন। প্রতি লিটার ভোজ্যতেল ১০০ টাকা, দুই কেজি মশুর ডাল ১২০ টাকা এবং এক কেজি চিনি ৭০ টাকায় কিনতে পারবেন গ্রাহকরা।

বাণিজ্য উদারিকরণের কারণে পণ্যের বাজারে ঘাটতি নেই উল্লেখ করে উপদেষ্টা বলেন, চালের বাজারের অস্থিতিশীলতা সাময়িক মজুতদারির কারণে হয়েছে। নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিনি আশ্বাস দেন।