অনলাইন ডেস্ক:
চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও অফিস খোলা রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের নির্দেশনায় এ কথা জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে গত ২০ জানুয়ারি, যা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। নিবন্ধন কার্যক্রম শুরু হবে ৫ ফেব্রুয়ারি এবং চলবে ১১ এপ্রিল পর্যন্ত। ভোটার তালিকা হালনাগাদ কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারী, রাজস্ব বিভাগ, আউটসোর্সিং কর্মী, দৈনিক ভিত্তিতে নিয়োজিত কর্মী এবং সরকারি পরিবহন পুলের গাড়িচালকদের সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও অফিসে উপস্থিত থাকতে হবে।
এছাড়া, নির্বাচন কমিশন সচিবালয়ের নিরাপত্তা ও প্রটোকলে নিয়োজিত দেহরক্ষী, গানম্যান, পুলিশ এবং আনসারদেরও ওই সময়ে তাদের দায়িত্ব পালন করতে হবে। এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী, এনআইডি মহাপরিচালক ও চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারদের পাঠানো হয়েছে।