নিজস্ব প্রতিবেদক:
মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস বিদায়ী সাক্ষাৎ করেন। সাক্ষাতে গুইন লুইস অধ্যাপক ইউনূসের নিউইয়র্ক সফরকে ‘অত্যন্ত সফল মিশন’ হিসেবে প্রশংসা করেন, যেখানে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশগ্রহণের পাশাপাশি রোহিঙ্গা সংকট নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
লুইস বলেন, এই সফরে বাংলাদেশের প্রতিনিধিদলে প্রথমবারের মতো প্রধান রাজনৈতিক দলের ছয় নেতার অংশগ্রহণ জাতীয় ঐক্যের এক শক্তিশালী উদাহরণ। আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের টেকসই সহযোগিতা, উদ্ভাবন ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
গুইন লুইস তার দায়িত্বকালের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, ‘বাংলাদেশের মানুষের দৃঢ়তা, সৃজনশীলতা ও উদারতা প্রত্যক্ষ করা আমার জন্য গর্বের বিষয়।’ তিনি অধ্যাপক ইউনূসের সামাজিক উদ্ভাবন ও ন্যায়বিচারের প্রতি অবিচল নিষ্ঠা বিশ্বজুড়ে কোটি মানুষকে অনুপ্রাণিত করছে উল্লেখ করেন।
তার নেতৃত্বে জাতিসংঘ বাংলাদেশের সঙ্গে যৌথভাবে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন, মানবকল্যাণ, পরিবেশগত সহনশীলতা, অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা ও লিঙ্গসমতা বিষয়ে কার্যক্রম পরিচালনা করেছে। বিশেষ করে ঢাকায় জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনারের কার্যালয় উদ্বোধন গুইন লুইসের সময়কালের গুরুত্বপূর্ণ অর্জন।
লুইস বাংলাদেশের জলবায়ু কার্যক্রম, শিক্ষা ও খাদ্য ব্যবস্থার উন্নয়নে বৈশ্বিক উদ্যোগে নেতৃত্ব দেওয়ার প্রশংসা করেন এবং বলেন, ‘বাংলাদেশ ও জাতিসংঘের অংশীদারিত্ব এক সমৃদ্ধ, জলবায়ু-সহনশীল ভবিষ্যতের ভিত্তি স্থাপন করেছে।’











