জীবনের কঠিন পথ পেরিয়ে হলিউডের সেরা অভিনেত্রী অলিভিয়া কোলম্যান

অনলাইন ডেস্ক:

নরফোকের নরউইচে ১৯৭৪ সালের ৩০ জানুয়ারি জন্মগ্রহণ করেন অলিভিয়া কোলম্যান। হলিউডের এই খ্যাতনামা অভিনেত্রীর আসল নাম সারা ক্যারোলিন কোলম্যান। তার বাবা কিথ কোলম্যান ছিলেন একজন চার্টার্ড সার্ভেয়ার এবং মা ম্যারি (জন্মনাম লিকি) একজন নার্স ও ব্যালে ড্যান্সার। মায়ের কাছ থেকেই শৈশবে নাচ ও অভিনয়ের প্রতি আগ্রহ জন্মায় সারার। পড়াশোনা করেন নাট্যকলা নিয়ে, কিন্তু সেই সময় আর্থিক সংকটে পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করতে হয় তাকে।

১৯৯৯ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করার পর ফুটলাইটস ড্রামাটিক ক্লাবে অডিশন দেন তিনি। সেখানে তার সঙ্গে পরিচয় হয় অভিনেতা ডেভিড মিচেল ও রবার্ট ওয়েবের। অভিনয় ক্যারিয়ার শুরুর সময় নাম নিয়ে বিড়ম্বনায় পড়েন সারা। যুক্তরাজ্যের শিল্পী সংগঠনে একই নামে অন্য একজন শিল্পী থাকায় তিনি তার পছন্দের বান্ধবীর নামে নিজের নাম পরিবর্তন করে অলিভিয়া রাখেন।

২৬ বছর বয়সে টিভি সিরিজ দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেন অলিভিয়া। শুরুতে অভিনয়কে পেশা হিসেবে নেওয়া নিয়ে দ্বিধায় থাকলেও ধীরে ধীরে তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন। ‘দ্য লস্ট ডটার’, ‘দ্য লবিস্টার’, ‘দ্য ফেবারিট’, ‘দ্য ক্রাউন’-এর মতো চলচ্চিত্র ও টিভি সিরিজে তার অসাধারণ অভিনয় তাকে আন্তর্জাতিক পর্যায়ে সেরা অভিনেত্রীদের তালিকায় স্থান দেয়।

অলিভিয়া কোলম্যান হলিউডের একমাত্র অভিনেত্রী, যিনি বাফটা পুরস্কারে একই সঙ্গে সেরা অভিনেত্রী, সেরা কমেডি অভিনেত্রী এবং সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। তার ক্যারিয়ারের ঝুলিতে রয়েছে একটি অস্কার, একটি প্রাইমটাইম এমি, তিনটি গোল্ডেন গ্লোব, চারটি বাফটা, চারটি বিফা এবং দুটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার। এছাড়াও তিনি পেয়েছেন বিএফআই ফেলোশিপ ও ব্রিটিশ একাডেমি টেলিভিশন পুরস্কার।

অলিভিয়া কোলম্যানের জীবনী শুধু তার সাফল্যের গল্পই নয়, বরং এটি একটি অনুপ্রেরণাময় কাহিনী যা প্রমাণ করে যে অদম্য ইচ্ছাশক্তি ও পরিশ্রমের মাধ্যমে জীবনের কঠিন পরিস্থিতিকে জয় করে সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব।