জেলা প্রতিনিধি :
গাজীপুরের টঙ্গীতে একটি কারখানায় টিফিন খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ৯টার দিকে সিংবাড়ী মোড় এলাকার বারাকা ফ্যাশন লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
শ্রমিকরা জানান, ওই দিন রাত ৮টার দিকে কারখানা কর্তৃপক্ষ তাদের টিফিন সরবরাহ করেন। এরপর কয়েকজন শ্রমিক অসুস্থ হতে শুরু করেন এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। ওই সময় প্রায় এক হাজার শ্রমিক ওভারটাইমে কাজ করছিলেন।
অসুস্থ শ্রমিকদের প্রথমে কারখানার ভেতরে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর তাদের অবস্থার অবনতি হলে টঙ্গীর সরকারি হাসপাতাল এবং গুটিয়া এলাকার ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বারাকা ফ্যাশন লিমিটেডের মানব সম্পদ বিভাগের কর্মকর্তা শাকিল আহমেদ বলেন, “শ্রমিকরা টিফিন খেয়ে অসুস্থ হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল, পরে তাদের অবস্থা গুরুতর হলে হাসপাতালে পাঠানো হয়।”
টঙ্গীর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. কাজী কাশফিয়া তাবাসসুম জানান, “অসুস্থ শ্রমিকদের চিকিৎসা দেওয়া হয়েছে এবং সবাই দ্রুত সুস্থ হয়ে উঠেছেন।”
গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর ইসমাইল হোসেন জানান, “শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসা দেওয়া হয় এবং পরে তারা বাড়ি ফিরে গেছেন। এ বিষয়ে তদন্ত চলছে।”