অনলাইন ডেস্ক:
বাবাকে সাজাতে গিয়ে ডোয়ইন জনসনের দুই মেয়ে কী হাল করেছে, তা দেখে হাসি থামাতে পারছেন না অনুরাগীরা। হলিউড সুপারস্টার ডোয়ইন জনসন, যাকে ‘দ্য রক’ নামে জানেন সবাই, তার দুই কন্যা জ্যাজি ও টিয়া বাবাকে সাজানোর সময় পুরো মুখেই আই শ্যাডো মাখিয়ে দেয়। চোখের বদলে সারা মুখে মাখানো এই মেকআপে জনসন পুরোপুরি সিরিয়াল বা কার্টুনের দৈত্যের মতো দেখাচ্ছিলেন।
জনসন এই মজাদার মুহূর্তের ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন। শনিবার ভিডিওটি ধারণ করেন তিনি, আর পরদিন পোস্ট করেন। মাত্র এক রাতেই ভিডিওটি ৩ লাখ ৮৪ হাজারের বেশি লাইক পায় এবং ১৯ হাজারের বেশি মানুষ শেয়ার করেন। ভিডিওর মন্তব্যে ২৩ হাজারেরও বেশি অনুরাগী প্রশংসায় পঞ্চমুখ হন। অনেকেই মন্তব্য করেছেন, ‘মেয়ের বাপ হলে এমনটা তো হবেই’ বা ‘খুব ভালো বাবা আপনি’।
ভিডিওর ক্যাপশনে জনসন লেখেন, “আমার দুই টর্নেডো, জ্যাজি ও টিয়া কী করেছে দেখুন। বলল, বাবা, তোমাকে একটু আই শ্যাডো দিতে পারি? আমি বললাম, দাও, কিন্তু জলদি করো, সুন্দর করে করো, জিমে যেতে হবে।”
শিশুকন্যাদের প্রতি তার গভীর ভালোবাসা প্রকাশ করে সাবেক রেসলিং তারকা আরও লেখেন, “আমি জানি, ওরা সবসময় ছোট থাকবে না বা বড় হয়ে বাবার সাথে সময় কাটাতে চাইবে না, কিন্তু ওরা সবসময় আমার ছোট্ট মেয়ে থাকবে। তাই আমি সারাদিন এই ‘নির্যাতন’ সহ্য করব, বয়ে বেড়াবো।”
শেষবার ২০২৪ সালে ‘রেড ওয়ান’ এবং ‘মোয়ানা-২’ ছবিতে অভিনয় করেছিলেন ডোয়ইন জনসন। আগামী বছরেও ‘মোয়ানা’ সিরিজের নতুন একটি ছবিতে কাজ করবেন তিনি।