নিজস্ব প্রতিবেদক:
পবিত্র মাহে রমযান শেষে মুসলিমদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতরকে কেন্দ্র করে রাজধানী ঢাকার বাজারগুলোতে কেনাকাটার হিড়িক পড়েছে। ঈদের দিন উপলক্ষে পরিবারের সদস্যদের জন্য নতুন জামাকাপড়, জুতা, ব্যাগ এবং সাজসজ্জার নানা উপকরণ কেনার জন্য ক্রেতারা আসছেন রাজধানীর বিভিন্ন মার্কেটে। আর এ কারণে ঈদের আগে বিশেষভাবে ভিড় বেড়েছে ঢাকার অধিকাংশ বাজারে।
শুক্রবার সকাল থেকেই রাজধানী নিউমার্কেট ও আশপাশের এলাকায় ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। নিউমার্কেট এলাকায় সকাল থেকে ঈদের কেনাকাটায় মগ্ন মানুষজন, মার্কেটগুলো সাজানো হয়েছে নানা পোশাক, জামাকাপড়, জুতা, ব্যাগ এবং সাজসজ্জার উপকরণে। নিরাপত্তার জন্য সেখানে পুলিশ ও সেনাবাহিনীর অস্থায়ী নিরাপত্তা কেন্দ্র স্থাপন করা হয়েছে, এবং মাইকে ক্রেতাদের সতর্ক করা হচ্ছে।
এছাড়া গাউছিয়া, চাঁদনি চক, কৃষি মার্কেট এবং নিউমার্কেটের মতো স্থানগুলোতে ক্রেতাদের আগমন বৃদ্ধি পেয়েছে। রাজধানী ছাড়াও ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে কেনাকাটার জন্য আসেন। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসেন উদ্দীন জানান, পুলিশের টহল টিম এবং সাদা পোশাকধারী কর্মকর্তারা সার্বক্ষণিক নজরদারি করছেন, এবং এখন পর্যন্ত কোনো অনভিপ্রেত ঘটনা ঘটেনি।
বিশেষ করে, যারা উত্তর সিটি করপোরেশনের এলাকায় বসবাস করেন, তারা সাধারণত বাজারে যাওয়ার জন্য পরিচিত মার্কেটগুলোতে যেতে সময় ও অর্থের খরচ বেশি অনুভব করেন। তাই বাড্ডা, নতুন বাজার এবং আশপাশের এলাকাগুলোর শপিংমলগুলোকে তারা বেশি গুরুত্ব দিচ্ছেন।
বাড্ডা এলাকায় কিছু শপিংমল এবং ছোট ছোট দোকান রয়েছে, যেখানে বিভিন্ন পোশাক এবং পণ্য পাওয়া যাচ্ছে। মধ্যবাড্ডা বাজারে অবস্থিত লুৎফুন শপিং কমপ্লেক্সে আড়াইশের মতো দোকান রয়েছে, যেখানে সাশ্রয়ী মূল্যে ঈদ পোশাক কেনা যাচ্ছে। সেখানে ক্রেতাদের আনাগোনা তুলনামূলক কম থাকলেও, এরই মধ্যে বিক্রি ভালো চলছে।
এদিকে, রাজধানীর ফুটপাতের দোকানগুলোতেও ঈদের কেনাকাটায় ভিড় বেড়েছে। বিশেষ করে গুলিস্তান এলাকায় ফুটপাত যেন একটি ঈদ বাজারে পরিণত হয়েছে, যেখানে বিভিন্ন বয়সী ক্রেতারা সস্তা দামে ঈদের পোশাক ও অন্যান্য পণ্য কিনছেন।
এভাবে ঢাকার বিভিন্ন মার্কেট ও ফুটপাতগুলোতে ঈদের কেনাকাটা জমে উঠেছে, এবং ঈদুল ফিতরের প্রস্তুতিতে রাজধানী ঢাকায় এক বিশেষ উৎসবের আবহ বিরাজ করছে।