তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে শুনানি

অনলাইন ডেস্ক:

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে পৃথক তিনটি আবেদন আগামী ৯ ফেব্রুয়ারি আপিল বিভাগে শুনানির জন্য নির্ধারিত হয়েছে। গতকাল রোববার বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ দিন নির্ধারণ করেন।

২০১১ সালের ১০ মে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করার রায় দেয়। তবে, আদালত দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে বলে মত দেয়।

গত বছরের ২৫ আগস্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল সংক্রান্ত রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ ব্যক্তি। এছাড়া, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও রিভিউ আবেদন করেন।