দলীয় আচরণ বরদাশত নয়, দরকার হলে অ্যাকশন: সিইসি

নিজস্ব প্রতিবেদক:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো কর্মকর্তা দলীয় আচরণ করলে বা পক্ষপাতদুষ্ট মনোভাব দেখালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে এক মতবিনিময় সভার সমাপনী বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, “দলীয় বা দলদাসের মতো আচরণ কেউ করতে পারবেন না, সেটা আমরা কঠোরভাবে নিশ্চিত করব। কেউ যদি মনের মধ্যে রাজনৈতিক অভিলাষও রাখেন, সেটার প্রতিফলন যেন কাজে না ঘটে—প্রয়োজনে অ্যাকশন নেওয়া হবে।”

সিইসি জানান, অতীতে কর্মকর্তাদের ওপর এক ধরনের চাপ থাকত নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কাজ করতে, কিন্তু এখন থেকে এই বার্তা দেওয়া হবে—“তুমি যদি পক্ষ নিয়ে কাজ করো, তাহলে তোমার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি বলেন, “এবার আমরা এমন একটি নির্বাচন চাই, যেখানে কেউ ভয় বা প্রভাব ছাড়াই কাজ করতে পারেন। আমরা চাই এই নির্বাচনের মাধ্যমে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন হোক। দেশের মানুষ যেন দেখে, এই নির্বাচন সত্যিই স্বাধীন, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক।”

সিইসি আরও বলেন, “নির্বাচন কমিশনের কাজ একা নয়, এটা জাতীয় দায়িত্ব। আমাদের লক্ষ্য—আয়নার মতো স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়া। সে লক্ষ্যে আমরা সবার সহযোগিতা চাই: রাজনৈতিক দল, গণমাধ্যম, নাগরিক সমাজ, নির্বাচন বিশেষজ্ঞ—সবাইকে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।”

সভায় চারজন নির্বাচন কমিশনার, ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ১০ জন সাবেক নির্বাচন কর্মকর্তা (বর্তমানে নির্বাচন বিশেষজ্ঞ) উপস্থিত ছিলেন। বিকেলে ইসি নারী নেত্রীদের সঙ্গেও আরেক দফা সংলাপে বসে।

ইসি জানায়, একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন অংশীজনের মতামত গ্রহণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে সোমবার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে সংলাপ হয়।

গত ২৮ সেপ্টেম্বর থেকে ইসির সংলাপ কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে সুশীল সমাজ ও শিক্ষাবিদরা নির্বাচন কমিশনকে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে কাজ করার পরামর্শ দেন।

সিইসি বলেন, “এই নির্বাচন শুধু একটি রাজনৈতিক আয়োজন নয়, এটি জাতীয় দায়িত্ব। আমরা এমন একটি নির্বাচন আয়োজন করতে চাই যা ভবিষ্যতের জন্য একটি মডেল হিসেবে বিবেচিত হবে।”