অনলাইন ডেস্ক:
গানের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরেছিলেন। দর্শক-শ্রোতারা তার গান উপভোগ করছিলেন, এমন সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে দ্রুত গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়।
এ প্রসঙ্গে সংগীতশিল্পী জাহাঙ্গীর সাইদ গণমাধ্যমকে জানান, “সাবিনা আপার ভার্টিগো সমস্যা রয়েছে। গান গাইতে গাইতে হঠাৎ তার ভার্টিগো সমস্যা বেড়ে যায়। মাইক্রোফোন স্ট্যান্ড ধরতে গিয়ে তিনি ভারসাম্য রাখতে পারেননি এবং পড়ে যান।”
তিনি আরও বলেন, “তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। রাত সাড়ে ১০টার দিকে আমরা তাকে বাসায় নিয়ে যাই। এখন তিনি পুরোপুরি সুস্থ আছেন।”
“আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকব” শীর্ষক পরিবেশনায় এক বছরেরও বেশি সময় পর গত শুক্রবার মঞ্চে ফেরেন সাবিনা। এইচএসবিসি বাংলাদেশের আয়োজনে শনিবার একই মঞ্চে গান গাওয়ার কথা ছিল তার। তবে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, “পরদিনের অনুষ্ঠানে গাওয়ার প্রয়োজন নেই। আপাতত শিল্পীকে বিশ্রাম নিতে বলা হয়েছে, সবাই তার সুস্থতা কামনা করছে।”