অনলাইন ডেস্ক:
লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানল যা হাজার হাজার বাড়িঘর ধ্বংস করেছে, তার পেছনে রয়েছে মানুষের তৈরি পরিবেশ দূষণের হাত। বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীতে যদি দূষণ না থাকত, তবে এই দাবানল ঘটত বটে, তবে তার ভয়াবহতা অনেক কম হত। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসের গবেষকরা বলছেন, পরিবেশের দূষণের কারণে দাবানল ছড়িয়ে পড়ার গতিবেগ ও ব্যাপকতা বহুগুণ বেড়েছে।
লস অ্যাঞ্জেলেসের দাবানল দ্রুত ছড়িয়ে পড়েছে সেখানকার ঝড়ো হাওয়া, শুকনো ঘাস এবং গাছপালার কারণে। বিজ্ঞানীরা জানিয়েছে, এসব দাহ্য পদার্থের ২৫ শতাংশ পরিবেশ বিপর্যয়ের ফলশ্রুতি, যা দাবানলের ভয়াবহতা অনেক বাড়িয়ে দিয়েছে। দাবানলটিতে অন্তত ২৪ হাজার একর এলাকা ছড়িয়ে পড়েছে এবং প্রায় ১২ হাজার বাড়িঘর পুড়ে গেছে।
দক্ষিণ ক্যালিফোর্নিয়া, যা খরা-পীড়িত অঞ্চল, সেখানে গত কয়েক বছর ধরে শীতকালে অনেক বেশি আর্দ্রতা ছিল। এর পরেই গ্রীষ্ম এবং শরৎকাল ছিল অত্যন্ত শুষ্ক এবং উত্তপ্ত। শীতকালে জন্মানো ঘাস ও গুল্ম শুকিয়ে খড় হয়ে যায়, যা দাবানলের মৌসুমে আগুনের জ্বালানী হিসেবে কাজ করে। এতে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
এদিকে, বৈশ্বিক উষ্ণায়ন এবং জীবাশ্ম জ্বালানী পোড়ানোর কারণে দূষণ বৃদ্ধি পাচ্ছে, যা দাবানলের ভয়াবহতা আরও বাড়াচ্ছে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে, পৃথিবী যত বেশি উত্তপ্ত হবে, ততই দাবানল আরও ভয়াবহ আকার ধারণ করবে। তবে দূষণ কমানোর জন্য পৃথিবীর সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এছাড়া দাবানলের ক্ষয়ক্ষতি কমানোর জন্য কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। বিজ্ঞানীরা পরামর্শ দিয়েছেন, দাবানলের ঝুঁকি রয়েছে এমন এলাকায় নতুন আবাসিক এলাকা স্থাপন না করা এবং ঘরবাড়ি তৈরি করার সময় এমন ব্যবস্থা গ্রহণ করা উচিত যাতে দ্রুত আগুন না লাগে।
সূত্র: সিএনএন