দ্বিতীয় দিনের মতো আমরণ অনশনে বসেছেন অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ এসআই’রা

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর সারদা পুলিশ একাডেমি থেকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অব্যাহতি পাওয়া ৩১৩ জন শিক্ষানবিশ উপ-পরিদর্শক (এসআই) চাকরি পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশনে বসেছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর সচিবালয়ের সামনে দেখা যায়, অনশনকারীরা চট ও প্ল্যাকার্ড বিছিয়ে বসে আছেন। গত সোমবার বিকেল থেকে তারা এ অনশন শুরু করেছেন।

আন্দোলনকারীরা জানান, অন্যায়ভাবে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পুনর্বহালের দাবিতে ৫ ও ৬ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। সে সময় তাদের একটি প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্র সচিব দেখা করে সমস্যার সমাধানের আশ্বাস দিলেও ১২ জানুয়ারি পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

উল্লেখ্য, ৪০তম ক্যাডেট এসআই ব্যাচে ৮২৩ জন প্রশিক্ষণার্থী গত বছরের ৪ নভেম্বর থেকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে বুনিয়াদি প্রশিক্ষণ শুরু করেন। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদের মধ্যে চার ধাপে ৩১৩ জনকে শোকজ করার পর চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

আন্দোলনরত এসআইরা দাবি করেছেন, তাদের চাকরি ফিরিয়ে না দেওয়া পর্যন্ত এই অনশন অব্যাহত থাকবে।