নতুন পরিচয়ে ফারিণ

অনলাইন ডেস্ক:

অভিনেত্রী থেকে এবার প্রযোজক হয়ে উঠছেন জনপ্রিয় তারকা তাসনিম ফারিণ। অভিনয়ে যেমন নিজেকে প্রমাণ করেছেন, গানেও সফলতা পেয়েছেন এই তরুণ তারকা। ‘ফাতিমা’ সিনেমায় অভিনয়ের জন্য পেয়েছেন সম্মানজনক পুরস্কার, আর তাহসানের সঙ্গে গাওয়া গান তাকে এনে দেয় আলোচনার কেন্দ্রস্থল।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি দিয়ে ফারিণ জানান, নিজের ভাবনাগুলোকে বাস্তবে রূপ দিতেই প্রযোজনায় নামছেন তিনি। সেই লক্ষ্যেই গড়ে তুলছেন নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান। দর্শকদের কাছে তিনি জানতে চেয়েছেন, তার প্রযোজনা প্রতিষ্ঠানের জন্য কী নাম হতে পারে—এ প্রশ্নের পরপরই কমেন্ট বক্সে চলে নামের ঝড়।

জানা গেছে, তার প্রযোজনা প্রতিষ্ঠানের অধীনে প্রথম কাজ হিসেবে নির্মিত হচ্ছে একটি মিউজিক ভিডিও, যেখানে থাকবে তার নিজের গাওয়া গান। ভিডিওটি মুক্তি পাবে চলতি বছরের শেষ দিকে।

ভবিষ্যতে নাটক বা সিনেমা নির্মাণের সম্ভাবনার ব্যাপারে প্রশ্ন করা হলে ফারিণ বলেন, “এখনো এত দূর ভাবিনি। আপাতত মিউজিক ভিডিও দিয়েই শুরু হচ্ছে পথচলা। তবে যেহেতু প্রতিষ্ঠান শুরু করছি, নিয়মিত কাজ করার ইচ্ছা আছে।”

কিছু দিন ধরে অভিনয়ে বিরতি নেওয়া এই অভিনেত্রী জানান, “সব প্রজেক্ট না করে আমি বেছে কাজ করতে চাই। দর্শকদের মানসম্মত কিছু উপহার দেওয়ার জন্যই সময় নিচ্ছি।”

তাসনিম ফারিণের এই উদ্যোগ নতুন পথচলার বার্তা দিচ্ছে—এইবার তিনি আসছেন নিজের ভাবনা নিয়ে, নিজের মতো কাজ করতে।