নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি

নিউইয়র্ক সিটির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। ৩৪ বছর বয়সী ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি শহরের প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন। তিনি একইসঙ্গে শহরের সবচেয়ে কম বয়সী, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং আফ্রিকায় জন্ম নেওয়া প্রথম মেয়র।

প্রায় এক বছর আগে রাজনীতিতে যাত্রা শুরু করা মামদানির জন্য এটি এক অবিশ্বাস্য উত্থান। তুলনামূলক অখ্যাত এক স্টেট অ্যাসেম্বলিম্যান থেকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহরের নেতৃত্বে উঠে এসেছেন তিনি।

মঙ্গলবার (৪ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত ভোটে প্রায় ১৭ লাখ মানুষ অংশ নেন—যা গত ৩০ বছরে সর্বোচ্চ ভোটার উপস্থিতি বলে জানিয়েছে শহরের নির্বাচন বোর্ড (সূত্র: বিবিসি)।

নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র হিসেবে জোহরান মামদানির জয় নিশ্চিত হওয়ার পর থেকেই তার সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। তারা স্লোগান দিতে থাকেন—“জোহারান! জোহারান! জোহারান!”

স্থানীয় ভোটারদের অনেকে জানান, ফলাফল ঘোষণার আগে তারা উদ্বিগ্ন ছিলেন, কিন্তু ফলাফল আসার পর পুরো পরিবেশ উচ্ছ্বাসে ভরে যায়। এক ভোটার বলেন, “আমি শক্তি অনুভব করছি—এটি আশার প্রতীক।”

রিপাবলিকান হাউস স্পিকার মাইক জনসন মামদানির বিজয়কে ‘চরমপন্থার প্রতিফলন’ বলে সমালোচনা করেছেন। তবে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নতুন মেয়রকে অভিনন্দন জানিয়েছেন।