নিজস্ব প্রতিবেদক:
বিএনপি সর্বোচ্চ পর্যায়ে নিরপেক্ষতা বজায় রাখতে এবং কোনো মহল যাতে অযাচিত রাজনৈতিক ফায়দা হাসিল করতে না পারে, সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার (২২ মার্চ) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান। তিনি বলেন, দেশের রাজনীতিতে একত্রিত হওয়া এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যকে অটুট রাখা অত্যন্ত জরুরি।
ফখরুল ইসলাম বলেন, “বিদ্যমান ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যই দেশের মূল চালিকাশক্তি, এবং এটি সুরক্ষিত রেখে দেশের উন্নয়ন সম্ভব। এ ঐক্য ভাঙতে বা দুর্বল করতে কোনো পদক্ষেপ গ্রহণ করা উচিত নয়।” তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকারকে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য কোনো মহলের এজেন্ডা গ্রহণ করতে দেওয়া উচিত নয় এবং সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান।
মির্জা ফখরুল আরও বলেন, “ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য এবং গণঐক্য একত্রিত রাখার কোনো বিকল্প নেই।” দলটির মূল লক্ষ্য হল বৈষম্যহীন রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যা দীর্ঘদিন ধরে চলা গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামের একটি লক্ষ্য।
সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কেও তিনি বলেন, সেনাবাহিনী অতীতেও নির্বাচনে সহযোগিতা করেছে, এবং এবারের নির্বাচনে তাদের সহযোগিতা স্বাভাবিক এবং গ্রহণযোগ্য বলে তিনি মন্তব্য করেন।
বিএনপির এই নেতা বলেন, “এ দেশের জনগণ বৈষম্যহীন, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখছে।”