অনলাইন ডেস্ক:
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের দ্রুত সমাপ্তির প্রতিশ্রুতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তবে ভবিষ্যতে রুশ হামলা প্রতিরোধে নিরাপত্তা নিশ্চিত করতে ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনীর অন্তত ২ লাখ সদস্য মোতায়েনের দাবি জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, এই সংখ্যার কম হলে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না।
মঙ্গলবার সুইজারল্যান্ডের ডাভোস শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বক্তৃতায় ইউরোপীয় নেতাদের মহাদেশের প্রতিরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান জেলেনস্কি। বক্তৃতার পর এক সাক্ষাৎকারে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “পূর্ব ইউরোপে শান্তিরক্ষা মিশন কার্যকর করার জন্য ইউরোপের সব দেশ থেকে অন্তত ২ লাখ সদস্য প্রয়োজন।”
তিনি আরও বলেন, “যদি শান্তিরক্ষী বাহিনীর সদস্য সংখ্যা কম হয়, তবে রাশিয়ার বিরুদ্ধে নিরাপত্তা নিশ্চিত করা যাবে না।” রুশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা প্রায় ১৫ লাখ, আর ইউক্রেনের সেনা বাহিনীর সদস্য সংখ্যা তার অর্ধেকেরও কম, যা ভবিষ্যতে রুশ হামলা প্রতিহত করতে পর্যাপ্ত নয়।
জেলেনস্কি সতর্ক করে দিয়ে বলেন, “তাড়াতাড়ি কোনো যুদ্ধবিরতি হলে ইউক্রেনের জন্য তা বিপদজনক হতে পারে,” এবং তিনি বলেন, কিয়েভ ও তার পশ্চিমা মিত্ররা রুশ হামলা প্রতিরোধে বিভিন্ন পদ্ধতির আলোচনা করছে।