নুনেসের চমকে জয় পেলো লিভারপুল

অনলাইন ডেস্ক:

ইনজুরি টাইমে ডারউইন নুনেসের দুটি গোলের সুবাদে নাটকীয়ভাবে ব্রেন্টফোর্ডের মাঠ থেকে ২-০ ব্যবধানে জয় নিয়ে ফিরেছে লিভারপুল। নির্ধারিত ৯০ মিনিটে গোলশূন্য ড্র থাকার পর শেষ মুহূর্তে নুনেসের ওই দুটি গোল লিভারপুলের জন্য মূল্যবান তিন পয়েন্ট নিশ্চিত করে।

ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি, ফলে ৪৫ মিনিটে স্কোরলাইন ছিল ০-০। তবে দ্বিতীয়ার্ধের শেষ সময়ে এসে ৯১ ও ৯৩ মিনিটে নুনেসের দুটি গোল লিভারপুলকে এগিয়ে দেয় এবং জয় নিশ্চিত করে।

এই জয়ের মাধ্যমে ২১ ম্যাচে ৫০ পয়েন্ট সংগ্রহ করেছে লিভারপুল, যা তাদেরকে বর্তমানে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে ছয় পয়েন্টে এগিয়ে রেখেছে। উল্লেখ্য, আর্সেনাল তাদের ঘরের মাঠে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে।