অনলাইন ডেস্ক:
নোয়াখালীর বেগমগঞ্জে একটি নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান চালিয়ে সাড়ে ৪ টন পলিথিন জব্দ করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে চৌমুহনী বাজারে এই অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ‘নিপু প্রিন্টিং এন্ড প্যাকেজিং’ নামক প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিহির লাল সরদার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এসময় চার হাজার ৪০১ কেজি নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল উদ্ধার করা হয়। ইউএনও মো. আরিফুর রহমান অভিযানে নেতৃত্ব দেন। তিনি বলেন, “গোপনে রাতের অন্ধকারে পলিথিন উৎপাদন করে আসছিল একটি অসাধু চক্র। তাদের ধরার জন্য গভীররাতে অভিযান চালানো হয়েছে।”
ইউএনও আরও বলেন, “পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। যারা রাষ্ট্রবিরোধী এই কাজ করছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে।”
অভিযানে বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মুরাদ ইসলাম, পরিবেশ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মিহির লাল সরদার, বেগমগঞ্জ মডেল থানার পুলিশ সদস্য ও ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।