অনলাইন ডেস্ক:
নোয়াখালী বেগমগঞ্জে পাওনা টাকা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে আব্দুর রহমান হৃদয় (২৪) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। গত শনিবার রাতে চৌমুহনী পৌরসভার ৮নম্বর ওয়ার্ডে এই হত্যাকাণ্ডটি ঘটে। হৃদয় কিছুদিন আগে বাবু নামক এক যুবকের কাছ থেকে ৫ হাজার টাকা ধার নিয়েছিল। টাকার ফেরত চাওয়ার পর বাবু ক্ষিপ্ত হয়ে হৃদয়কে ছুরিকাঘাত করে।
পুলিশ জানায়, হৃদয়কে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়, আর তার সঙ্গী রাসেল চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ এ হত্যাকা-ের রহস্য উদ্ঘাটনে তদন্ত করছে।