অনলাইন ডেস্ক:
পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় গোটা দেশ যখন শোকাহত ও উদ্বিগ্ন, তখন জাতীয় ঐক্যের বার্তা দিতে সংসদের বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের দুই শীর্ষ নেতা—লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং রাজ্যসভার বিরোধী নেতা মল্লিকার্জুন খড়্গ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পৃথক চিঠি লিখে তাঁরা এই অনুরোধ জানিয়েছেন।
খড়্গ তাঁর চিঠিতে লেখেন, “এই দুঃসময়ে জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব অনস্বীকার্য। পেহেলগাম হামলার মতো মর্মান্তিক ঘটনার পর সংসদের দুই কক্ষে একটি বিশেষ অধিবেশন ডাকা হলে তা হবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের ঐক্যবদ্ধ অবস্থানের প্রতীক।” একই সুরে রাহুল গান্ধী তাঁর চিঠিতে বলেন, “ভারতের প্রতিটি নাগরিক এখন চাইছেন, আমরা রাজনৈতিক ভেদাভেদ ভুলে এককাট্টা হই। এই সময়ে সংসদের একটি বিশেষ অধিবেশন জাতীয় ঐক্যের সেই বার্তা বহন করবে।”
তবে শুধু কংগ্রেসই নয়, এই দাবিতে সরব হয়েছে অন্যান্য বিরোধী দলও। আরজেডির সাংসদ মনোজ ঝা এবং সিপিআই-এর নেতা পি সন্তোষ কুমারও সরকারের কাছে সংসদের বিশেষ অধিবেশন ডাকার অনুরোধ জানিয়েছেন। সন্তোষ কুমার সংসদীয় মন্ত্রী কিরেণ রিজিজুকে লেখা চিঠিতে বলেন, “এই হামলা শুধু প্রাণহানিই নয়, জাতির অন্তর্নিহিত চেতনাকেই নাড়িয়ে দিয়েছে। সংসদে বিশেষ অধিবেশন ডেকে শোকপ্রকাশ এবং জাতীয় সংকল্প প্রদর্শনের এখনই সময়।” মনোজ ঝা প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে বলেন, “এই জাতীয় সংকটে সরকারের উচিত সকল নির্বাচিত প্রতিনিধি—সরকারি ও বিরোধী উভয় পক্ষকে আস্থায় নিয়ে একসঙ্গে চলা।”
সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও হামলার পর সরকার সর্বদলীয় বৈঠক ডেকেছিল, সেখানে প্রধানমন্ত্রী উপস্থিত না থাকায় বিরোধীরা তীব্র সমালোচনা করেন। তাঁদের দাবি, এবার যেন প্রধানমন্ত্রী নিজে সংসদে উপস্থিত থেকে জবাবদিহি করেন এবং জাতীয় ঐক্যের পথে কার্যকর ভূমিকা নেন।
উল্লেখ্য, এর আগে লাদাখের গলওয়ান উপত্যকায় ভারত-চীন সেনা সংঘর্ষের পরেও বিরোধীরা সংসদের বিশেষ অধিবেশন চেয়েছিল, কিন্তু সরকার সেই দাবি নাকচ করে দেয়। এমনকি সংসদে সেই সময় লাদাখ পরিস্থিতি নিয়েও কোনো আলোচনা হয়নি।
বিরোধীদের বক্তব্য, পেহেলগাম হামলার প্রেক্ষিতে যদি সংসদে বিশেষ অধিবেশন ডাকা হয়, তবে তা একদিকে যেমন জাতীয় শোক ও সংহতির প্রতীক হবে, তেমনই সরকারের দায়িত্ব ও জবাবদিহিতাও নিশ্চিত করবে। এখন দেখার, সরকার এই জাতীয় প্রস্তাবে কী প্রতিক্রিয়া দেয়।











