অনলাইন ডেস্ক:
এফ এস নাঈম ও রাফিয়াত রশিদ মিথিলা এবার প্রথমবারের মতো বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন। ছোট পর্দায় বহুদিন একসঙ্গে কাজ করা এই জুটি এবার অভিনয় করেছেন ‘জলে জ্বলে তারা’ সিনেমায়। সিনেমাটি নির্মাণ করেছেন অরুণ চৌধুরী। এটি ২০২০-২১ অর্থবছরে অনুদান পায় এবং ২০২১ সালের অক্টোবরে মানিকগঞ্জে শুটিং শুরু হয়। করোনাকালীন সময়ে মাত্র তিন সপ্তাহে শুটিং শেষ হয়ে যায়। এরপর একাধিকবার সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণা করা হলেও নানা কারণে তা পিছিয়ে যায়। গত বছরও সিনেমাটি মুক্তির তালিকায় ছিল, তবে জুলাই বিপ্লবের কারণে নির্মাতা মুক্তি স্থগিত করেন। এখন নির্মাতা সিদ্ধান্ত নিয়েছেন, ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস উপলক্ষে সিনেমাটি মুক্তি দেবেন।
নির্মাতা অরুণ চৌধুরী বলেন, “এটি একটি রোমান্টিক গল্প, তাই ভালোবাসা দিবসের সময়ে মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। আমি আশা করছি দর্শক সিনেমাটি পছন্দ করবেন।” তিনি আরও জানান, “এটা প্রথমবারের মতো পর্দায় নাঈম-মিথিলার রসায়ন দেখার সুযোগ হবে।” সিনেমাটির গল্প মানবিক সম্পর্ক নিয়ে, যেখানে সব গানই রোমান্টিক। নাঈম বলেন, “এটি আমার জন্য বিশেষ, কারণ দর্শক আমাকে প্রথমবার বড় পর্দায় প্রধান চরিত্রে দেখতে পারবেন। ভালোবাসা দিবসে সিনেমাটি আলাদা গুরুত্ব পাবে।”
এছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আজাদ আবুল কালাম, নূর ইমরান মিঠু প্রমুখ।