প্রাথমিকের শিক্ষকদের পদযাত্রায় পুলিশের বাধা

অনলাইন ডেস্ক:

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা চাকরিতে গ্রেড-১৩ থেকে গ্রেড-১০ করার দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করলে, শাহবাগে পুলিশের ব্যারিকেডের মুখোমুখি হন তারা। পুলিশ তাদের পদযাত্রা থামিয়ে দেয়। গতকাল শুক্রবার বিকেল ৪টায় এ ঘটনা ঘটে।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বেতন কাঠামো দশম গ্রেডে উন্নীত করার দাবিতে শহীদ মিনারে সমাবেশ করেন। সকাল সাড়ে ১১টায় সমাবেশ শুরু হয় এবং দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষকরা সেখানে জড়ো হতে থাকেন। শিক্ষকদের দাবি, ২০২১ সাল থেকে তারা গ্রেড-১০ এর দাবি জানিয়ে আসছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধান মেলেনি।

সমাবেশে কুমিল্লার মনোহরগঞ্জের ঝাউখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিজয় কর্মকার বলেন, “আমরা ২০২১ সাল থেকে গ্রেড-১০ এর দাবি জানাচ্ছি, কিন্তু কেউ কোনো আশ্বাস দেয়নি। আগস্টের পর অন্তর্বর্তী সরকার কমিটি করে বিষয়টি নিয়ে কাজ করার কথা বলেছিল, তবে তারা এখন অন্যসব কাজে ব্যস্ত। আমাদের দাবী স্পষ্ট, আমরা দশম গ্রেড চাই।” তিনি আরও বলেন, “কৃষি সম্প্রসারণ অধিদফতরের ড্রাইভারের বেতন গ্রেড ১২ হলেও, শিক্ষকরা গ্রেড ১৩ পাওয়ার প্রশ্নে আমাদের মর্যাদার অবমাননা হতে পারে না।”

শিক্ষকরা সতর্ক করে দিয়ে বলেছেন, যদি তাদের দাবি মেনে না নেওয়া হয়, তাহলে আন্দোলন আরও কঠোর হবে।