অনলাইন ডেস্ক:
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসরায়েলের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তি অবশেষে কার্যকর হয়েছে, যার মাধ্যমে ১৫ মাস ধরে চলা ধ্বংসাত্মক গাজা যুদ্ধের অবসান ঘটল। রবিবার (১৯ জানুয়ারি) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
চুক্তি অনুযায়ী, স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল, তবে তিন নারী জিম্মির তালিকা যথাসময়ে না দেয়ায় তিন ঘণ্টা দেরিতে এটি কার্যকর হয়। হামাসের পক্ষ থেকে তিন নারী জিম্মির মুক্তি দেয়া হয়, তাদের মধ্যে একজন রোমানীয় এবং বাকি দুজন ব্রিটিশ নাগরিক।
তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সময়ে গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও ৩৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহতদের মধ্যে রাফায় একজন, খান ইউনিসে ৬ জন, গাজা সিটিতে ৯ জন এবং উত্তর গাজায় ৩ জন রয়েছেন।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, রবিবার (১৯ জানুয়ারি) গাজার পক্ষ থেকে তিন জিম্মিকে মুক্তি দেয়া হয়েছে এবং আগামী সাত দিনের মধ্যে জীবিত আরও চার নারী জিম্মি মুক্তি পাবে।
এছাড়া, আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ছয় সপ্তাহের প্রাথমিক যুদ্ধবিরতির সময় ইসরায়েলি সেনারা মধ্য গাজা থেকে ধীরে ধীরে প্রত্যাহার করবে এবং উত্তর গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের নিজ ভূমিতে ফিরে যাবে। যুদ্ধবিরতির শর্ত অনুসারে, প্রতিদিন ৫০ ট্রাক জ্বালানি ও মানবিক সহায়তাসহ মোট ৬০০ ট্রাক গাজায় প্রবেশ করবে, এবং এর অর্ধেক উত্তর গাজায় পাঠানো হবে, যেখানে মানবিক পরিস্থিতি মারাত্মক।