ফের উত্তপ্ত চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে আম গাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) শূন্যরেখায় দুই দেশের নাগরিকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে, যার ফলে বেশ কয়েকজন বাংলাদেশি আহত হন। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএসএফ সদস্যরা হঠাৎ করেই ৫০০-৬০০ ভারতীয় নাগরিককে কাঁটাতারের বেড়ার পাশে জড়ো করেন। এরপর তারা বাংলাদেশের ভেতরে ঢুকে পড়েন। খবরটি ছড়িয়ে পড়ার পর ভারতীয়দের ধাওয়া করতে বের হন বাংলাদেশের বাসিন্দারা, এবং এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

বিকেল ৩টা পর্যন্ত উত্তেজনা থেমে থেমে চলছিল। বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে ভারতীয় নাগরিকরা বাংলাদেশের বাসিন্দাদের লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করছে। অন্যদিকে, বাংলাদেশের সীমান্তবাসীরা লাঠিসোঁটা ও হাসুয়া হাতে সীমান্তে অবস্থান করছে।

মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানিয়েছেন, ‘‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে এবং আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে।’’

এদিকে, ৫ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত চৌকা সীমান্তে তীব্র উত্তেজনা বিরাজ করেছিল। তখন বিএসএফ স্থানীয়দের সহায়তায় অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয়। বিজিবি ও স্থানীয় বাংলাদেশিদের বাধার মুখে বিএসএফকে তাদের কাজ বন্ধ করতে বাধ্য হতে হয়।