অনলাইন ডেস্ক:
দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা বর্তমানে ক্যারিয়ারের সোনালী সময় পার করছেন। দক্ষিণ ভারত থেকে বলিউড—সব জায়গাতেই যেন জনপ্রিয়তার ঝড় তুলেছেন তিনি। ২০২৫ সালের শুরু থেকেই বক্স অফিসে রাশমিকার একের পর এক ছবি বাজিমাত করেছে।
ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর তথ্যে জানা গেছে, চলতি বছরে মুক্তিপ্রাপ্ত চারটি ছবির মাধ্যমে রাশমিকা উপার্জন করেছেন প্রায় ১,২৭৫ কোটি রুপি, যা তাকে বছরের সর্বাধিক আয়কারী অভিনেত্রীর আসনে বসিয়েছে।
বছরের প্রথম দিকে ভিকি কৌশলের সঙ্গে তার অভিনীত ১৫০ কোটি টাকার বাজেটের ছবিটি বিশ্বব্যাপী আয় করে প্রায় ৮০৭.৮৮ কোটি রুপি। এরপর মার্চে মুক্তি পায় ২০০ কোটি বাজেটের ‘সিকান্দার’, যদিও এই ছবিটি তুলনামূলক কম সাড়া ফেলে এবং বিশ্বজুড়ে আয় করে ১৮৫.৫০ কোটি রুপি।
জুনে মুক্তি পাওয়া ‘কুবেরা’ ১০০ কোটি বাজেটের হলেও ভারতের বক্স অফিসে আয় করে ১০৬.৫০ কোটি এবং বিশ্বব্যাপী ১৩৮.৬০ কোটি রুপি। আর দীপাবলিতে মুক্ত ‘থাম্মা’ ছবিটি ১৪০ কোটি বাজেটে নির্মিত হয়ে এখন পর্যন্ত বিশ্বব্যাপী আয় করেছে প্রায় ১৪৩.৭৫ কোটি রুপি।
সব মিলিয়ে রাশমিকার এই বছরের অর্জন দক্ষিণী চলচ্চিত্রজগত ও বলিউড—দুই অঙ্গনেই তার সাফল্যের প্রতীক হয়ে উঠেছে।











