বরিশাল শিবিরে যুক্ত হলেন কিউই পেসার অ্যাডাম মিলনে

অনলাইন ডেস্ক:

বিপিএলের প্লে-অফে ফরচুন বরিশালের হয়ে খেলবেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ পেসার অ্যাডাম মিলনে। শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে রেকর্ড ব্যবধানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে বরিশাল এবং নিশ্চিত হয়েছে প্রথম কোয়ালিফায়ারে খেলার সুযোগ।

এদিকে, প্লে-অফের জন্য দল গঠনে তারকা ক্রিকেটারদের দলে ভেড়ানোর প্রক্রিয়া শুরু করেছে ফ্রাঞ্চাইজিগুলো। বরিশাল ফ্র্যাঞ্চাইজি নিউজিল্যান্ডের মিলনের সাথে চুক্তি সম্পন্ন করেছে এবং তাকে দলে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে।

অধিনায়ক তামিম ইকবাল সংবাদ সম্মেলনে এ বিষয়ে বলেন, “আমরা একটা সাইনিং করেছি, অ্যাডাম মিলনে, নিউজিল্যান্ডের ফাস্ট বোলার।” তিনি আরও বলেন, “১-২ জনের সাথে কথা বলছে, তবে সমস্যা হলো তাদের ফ্রি হওয়ার দিন কিছুটা পরে আসবে। তবে আমি ব্যক্তিগতভাবে সেটআপ পরিবর্তনের বিপক্ষে। দল ভালো খেলছে, তবে যে জায়গায় শক্তি বাড়ানো দরকার তা করব। তাই দলে বড় কোনো পরিবর্তন হবে না।”

রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল ইতোমধ্যেই প্লে-অফে জায়গা করে নিয়েছে। এখন বরিশাল তাদের স্কোয়াডে অ্যাডাম মিলনের মতো একজন শক্তিশালী বোলার যুক্ত করায় আরও শক্তিশালী হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।